scorecardresearch
 
Advertisement

Chhath Puja 2024: দীপাবলির রেশ কাটতেই ছট পুজোতে মাতল মানুষ, বাজে কদমতলা ঘাটে ভক্তদের ভিড়

Chhath Puja 2024: দীপাবলির রেশ কাটতেই ছট পুজোতে মাতল মানুষ, বাজে কদমতলা ঘাটে ভক্তদের ভিড়

দীপাবলির রেশ কাটতে না কাটতেই ছট পুজোতে মেতে উঠল মানুষ। দেশব্যাপী ছট পুজো পালন করা হলেও, মূলত বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে এর গুরুত্ব বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছট পুজো করতে দেখা যায় ভক্তদের। দীর্ঘ, স্বাস্থ্যকর, সমৃদ্ধ জীবনযাপনের জন্য সূর্য দেবতার আশীর্বাদ পেতে এই পূজা করা হয়। বাজে কদমতলা ঘাটে ছট পুজো আয়োজন করা হয়। বিভিন্ন জায়গার লোকজনেরা এসে সেই গঙ্গার এই ঘাটে ছট পুজো আরম্ভ করে।

Advertisement