Advertisement

Adhir Chowdhury: ‘এক মাঘে শীত যায় না, দল ভেঙে চৌচির হয়ে যাবে’, হুংকার অধীরের

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সাগরদিঘির বিধায়ক বায়রণ বিশ্বাস। আর এ নিয়েই ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে অধীর চৌধুরী বলেন, “মানুষের রায়কে পদাঘাত করে দিদি এবং খোকাবাবু চেষ্টা করে গেছে গোটা বিষয়টাকে বিভ্রান্ত করতে এবং বায়রনকে তাদের দলে ফিরিয়ে আনতে। বায়রন সম্পর্কে আমার আগেও কোনও খারাপ ধারণা ছিল না, এখনও নেই। কিন্তু দিদি যে দল ভাঙ্গার খেলায় সিদ্ধহস্ত, তা সারা ভারত জানে।” এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “দিদি, এক মাঘে শীত যায় না। যে খেলা আপনি শুরু করেছেন, মিলিয়ে নেবেন সেই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আর কিছুদিনের মধ্যেই আপনার দল ভেঙে চৌচির হয়ে যাবে।” পাশাপাশি তিনি কংগ্রেস কর্মীদের দুঃখ না পাওয়ারও বার্তা দেন।

Advertisement
POST A COMMENT