Advertisement

Adhir Chowdhury Bhai Phota 2024: 'দাদার হার তিরের ফলার মতো বুকে বিদ্ধ হয়েছে', অধীরকে ফোঁটা দিয়ে আক্ষেপ বোন রেণুকার

ভাইফোঁটার দিন বোনের বাড়িতে ফোঁটা নিতে হাজির হলেন 'দাদা' অধীর চৌধুরী। বোনের নাম- রেণুকা মাড্ডি, বাড়ি বহরমপুরের মাজদিয়া এলাকায়। এই বোনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই অধীর চৌধুরীর। তবু ২০১৯ সাল থেকে প্রতি বছরই ভাইফোঁটা নিতে আসেন তিনি। এই ২০১৯ সালে লোকসভা ভোটের দিন নিজের বাড়িতে আত্মঘাতী হন রেণুকা মাড্ডির এক ছেলে। সেই সময় রেণুকাদেবী দাঁড়িয়ে ভোটের লাইনে। খবর পেয়েই ছুটে যান বাড়ি, তারপর ছেলের দেহ মর্গে রেখে অধীর চৌধুরীকে ভোট দেওয়ার জন্য ফিরে আসেন তিনি। আর সেই থেকেই ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হন অধীর-রেণুকা। শুরু হয় ভাই ফোঁটা পালন। এ বছরও তার ব্যতিক্রম হল না। রবিবার দুপুরেই বোনের বাড়ি পৌছলেন 'দাদা' অধীর। সমস্ত রীতিনীতি মেনে দাদাকে ফোঁটা দিয়ে পায়েস-মিষ্টি খাইয়ে দিলেন বোন। বিনিময় হল উপহার। দেখুন ভিডিও

Advertisement
POST A COMMENT