Advertisement

Crocodile: ফের গঙ্গায় কুমির আতঙ্ক, জলে নামছেন না কেউ, বেশ কয়েকটি ঘাট বন্ধ

কুমির আতঙ্ক হাওড়ায়। হুগলি নদীতে দেখা মিলেছে কুমিরের। ভিডিও তুলে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও এটি কুমির না ঘড়িয়াল তা স্পষ্ট নয়। তবে আপাতত বন্ধ হাওড়ার বেশ কয়েকটি ঘাট, নদীতে স্নান করতে নামতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের। প্রশাসনের তরফে চালানো হচ্ছে মাইকিং। পাঁচপাড়া প্রশাসনের তরফের পাদরা, রাধাগোবিন্দ ও রায়গঞ্জ জেটি ঘাটসহ বেশ কয়েকটি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন ভিডিও

Advertisement
POST A COMMENT