Advertisement

Cyclone Dana Latest Updates: 'দানা'র ল্যান্ডফল এরিয়া থেকে ভীষণ কাছে বাংলার এই জেলা, কী ঘটতে পারে? বুলেটিন দেখুন

এগিয়ে আসছে ঘূর্ণিঝড়, প্রহর গুনছে বাংলা। আজ থেকেই ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টি শুরু বাংলায়। আজ অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর জেলার। কারণ ল্যান্ডফল এরিয়া থেকে ১৫০ কিলোমিটার এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এই জেলায়। এছাড়া ঝড় প্রভাব একটু বেশি পড়ার সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল এলাকায় ১ থেকে ২ মিটার এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা থাকছে।

Advertisement
POST A COMMENT