গভীর নিম্নচাপটি আগামী ২৩ তারিখেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে সাইক্লোনে। তারপর আগামী ২৪ তারিখ সকাল নাগাদ এটি ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসার সম্ভাবনা থাকছে। সেই মুহূর্তে উপকূলের কাছাকাছি সমুদ্রে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০, দমকা বেড়ে ১২০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা থাকছে। উপকূলের কাছাকাছি হওয়ায় কলকাতার ক্ষেত্রে দমকা হওয়ার প্রভাব থাকবে এবং আগামী ২৪ তারিখ নাগদ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।