Advertisement

Debi Choudhurani Temple: গা ছমছমে জলপাইগুড়ির দেবী চৌধুরানির মন্দির, ঝড়বৃষ্টিতে শ্মশান কালীর-দর্শন

জলপাইগুড়িতে দেবী চৌধুরানি মন্দির। শিলিগুড়িগামী জাতীয় সড়কের ঠিক পাশেই যার অবস্থান। স্থানীয়দের দাবি, গাছগাছালিতে ঘেরা এই মন্দির প্রায় ৩০০ বছরের প্রাচীন। বাংলাদেশের রংপুরের এস্টেটের সর্বময়ী কর্ত্রী দেবী চৌধুরানিই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এ তল্লাটে দেবী চৌধুরানির সঙ্গে রয়েছে নানা মিথ। দেবী চৌধুরানির আদলেই উপন্যাস লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

Advertisement
POST A COMMENT