সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের কথা মনে আছে? সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের কথা মনে আছে? অবশেষে জেল থেকে ছাড়া পেলেন দেবজানি। 10 বছর পর প্যারোলে ছাড়া পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গিনী দেবযানী। সারদা দুর্নীতি ফাঁস হওয়ার পরে সুদীপ্ত সেনের পর যে নামটি সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছিল,তা হল দেবযানী মুখোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবারই আদালতে দাবি করেছে, দেবযানী মুখোপাধ্যায় প্রভাবশালী। যদিও তদন্তের গতিপ্রকৃতি ঠিক কী, তা স্পষ্ট নয়। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে গ্রেপ্তার করা হয়েছিল দেবযানী মুখোপাধ্যায়কে। তারপর 10 বছর ধরে বিচারাধীন ছিলেন দেবযানী। বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যই প্যারোলে ছাড়া হচ্ছে সারদাকর্তা সুদীপ্ত সেনের একদা সঙ্গিনীকে। দেবযানীর আবেদনটি পাঠানো হয়েছিল বিশেষ CBI আদালতে। সেখান থেকেই 5 জুন তাঁকে প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী 5 জুন 4 ঘণ্টার জন্য প্যারোলে ছাড়া হচ্ছে তাঁকে। ওই 4 ঘণ্টায় দেবযানী তাঁর বাড়িতে গিয়ে মাকে দেখে আসতে পারবেন। এর জন্য দেবযানীর সঙ্গে বিশেষ পুলিশি প্রহরা থাকবে বলে জানা গিয়েছে।
Debjani Mukhopadhyay gets bail in Saradha Group financial scandal