scorecardresearch
 
Advertisement

Budge Budge Dengue Updates: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বজবজে, দেওয়া হল মশারি

Budge Budge Dengue Updates: ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বজবজে, দেওয়া হল মশারি

কলকাতা থেকে জেলা সর্বত্রই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। বজবজ দুই নম্বর ব্লকের নস্করপুর গ্রাম পঞ্চায়েতের মোহন পুর গ্রামের অবস্থা খুবই খারাপ। প্রতিমাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত বজবজ নস্করপুর গ্রামে বিগত ১০ দিনে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩। বজবজ দু'নম্বর ব্লকের সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের তরফ থেকে একটি সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকের বাড়ি গিয়ে ডেঙ্গি আক্রান্তদের সঙ্গে কথা বলেন। এলাকার প্রায় আড়াইশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় মশারি।

Advertisement