Advertisement

Hilsa in Digha: দিঘায় মরশুমের প্রথম ইলিশ পৌঁছল, ওজন কীরকম? VIDEO

এবারে বাঙালির পাতে পড়তে চলেছে দিঘা মোহনার ইলিশ। শুক্রবার মরশুমের প্রথম ইলিশ এসেছে দিঘায়। দিঘা মোহনার বাজারে আমদানি হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ টন ইলিশ। ইলিশ মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষজন। মৎসজীবীরা জানিয়েছেন, এদিন আসা বেশিরভাগ ইলিশের ওজন ছিল ৫০০ থেকে ৭০০ গ্রাম। দাম ছিল ৫০০ থেকে ৭০০ টাকা। মরসুমের প্রথম ইলিশের আকার ও ওজন দেখে বেশ খুশি মৎস্যজীবীরা। 

Digha Gets First Batch of Hilsa Fish

Advertisement
POST A COMMENT