'বন্যা পরিস্থিতির কোনও পরিবর্তন করতে পারলেন না। তিনি অসফল সাংসদ। ঘাটালের লোককে ধোঁকা দিয়েছেন। আমি কী করেছি খড়্গপুরে গিয়ে দেখে আসুন'। তৃণমূলের অভিনেতা-সাংসদ দেবকে আক্রমণ দিলীপ ঘোষের। সেই সঙ্গে আশ্বাস দিলেন,'বিজেপি ক্ষমতায় এলেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে এখানে'।