Advertisement

Dilip Ghosh: 'পার্টিকে জিগ্গেস করে পায়খানা যাবে?' দিলীপ মেজাজেই আছেন !

'কিসের দ্বন্দ্ব চলছে ? কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, কে ইফতারে যাবে বিজেপি কখনও বলে দেয় না। যারা এটা প্রচার করছেন, ভুল প্রচার করছেন। অক্ষয় তৃতীয়ার দিন বিভিন্ন লোক বিভিন্ন প্রোগ্রাম করেছে। কোনটাই পার্টিকে জিজ্ঞেস করে কেউ করেনি। দিলীপ ঘোষ কি পার্টিকে জিজ্ঞেস করে পায়খানা প্রস্রাব করতে যাবে ?' মঙ্গলবার খড়্গপুরের বোগদায় চা চক্রে এসে ফের নাম না করে দলের নেতাদেরই পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এটি তিনি আরও বলেন, 'বিজেপি সমুদ্রের মতো। মাঝেমধ্যে এরকম ঢেউ ওঠে। আবার সে ঢেউ সমুদ্রেই বিলীন হয়ে যায়। পার্টিতে যারা নতুন নেতা এসেছেন তাদের ঘাবড়াবার দরকার নেই। সবচেয়ে চিন্তা হচ্ছে কিছু বাজানদার আছে পার্টির। তারাই চিন্তিত তারাই বিজেপির নীতি পলিসিটি করে দিচ্ছেন। কে ভাই তোমাদের ঠিকা দিয়েছে ? তোমরা কারুর হয়ে বাজাচ্ছ, বাজাও।'

Advertisement
POST A COMMENT