Advertisement

Dilip Ghosh at Dakshineshwar Temple: 'যাতে এই সরকারের পতন ঘটাতে পারি', দক্ষিণেশ্বরে প্রার্থনা দিলীপ-ঘরণী রিঙ্কুর

মঙ্গলবার দক্ষিণেশ্বরে সস্ত্রীক দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। তাঁরা জানান, পশ্চিমবঙ্গের জন্য তাঁরা প্রার্থনা করেছেন। 'গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি', ভবতারিণী মায়ের কাছে এই কামনা করেছেন বলে জানালেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু।

Advertisement
POST A COMMENT