'ব্রাত্য বসু কী করতে পারবেন? ব্রাত্য বসুর কাছে যাওয়ার দরকার নেই। চা খেয়ে ঘুরে আসুন'। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক প্রসঙ্গে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,'আদালতে ১৮ হাজার যোগ্য লোকের তালিকা জমা দিন। আদালতে গিয়ে আপিল করুন। এরাই ৮০০ কোটি টাকা খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান না সমাধান হোক। এই সরকারের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা'।