Advertisement

মমতার গড়া Mahakal Temple এও যাচ্ছেন Dilip Ghosh! যুক্তি শুনুন

রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে শুক্রবার শিলিগুড়ি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে মহাকাল মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানালেন মহাকাল মন্দির পরিদর্শনেও যাবেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর তরফে কোন আমন্ত্রণ আসেনি। এদিন তিনি বলেন, 'আমি রোজ কোনও না কোনও মন্দিরে যাই। হঠাৎ কোনও মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। সেজন্য মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে। বাকি সব ভুলে যাই আমি। মন্দির যেই বানাক। আমি কিন্তু যাব মন্দিরে। কামাখ্যা মন্দির তো নরকাসুর বানিয়েছিল। অনেক খারাপ লোকও ভালো কাজ করে।'

Dilip Ghosh Reaction On Mamata Banerjee Mahakal Temple Foundation Stone Laying Ceremony

Advertisement
POST A COMMENT