'বড় বড় কথা কারা বলছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে নেতা হয়েছে'। নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা দিলেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,'হিন্দুর জন্য বড় বড় কথা বলছেন, তাঁরা কী ত্যাগ করেছেন? বিজেপিতে কামাতে এসেছেন। একুশের পর থেকে বিজেপি নামছে। ৪১ শতাংশ ভোট, ১২১টি বিধানসভায় লিড ছিলাম। ৫ বছর পর ৩৯ শতাংশ ভোট পেয়েছি'। যোগ করেন,'চরিত্রের কথা বলছে। যারা ৪টে বিয়ে করে ১৪টা গার্লফ্রেন্ড রাখে, তারা দিলীপ ঘোষকে ত্যাগী-ভোগী বলছে। আমি কারওর সঙ্গে বন্ধ ঘরে কথা বলি না'।