Advertisement

VIDEO: বিশ্বভারতীর VC-র বাড়ির নিরাপত্তার ভার নিল জেলা পুলিশ

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্বভারতীর উপাচার্যের (VC) বাড়ির নিরাপত্তার ভার নিল জেলা পুলিশ। এদিন গেটের সামনে বিশ্বভারতীর (Visva Bharati) নিরাপত্তারক্ষীদের সরিয়ে জেলা পুলিশ (District Police) গেটের সামনে নিরাপত্তার ব্যবস্থা করে। অভিযোগ, মঙ্গলবার বিশ্বভারতী কতৃপক্ষ উপাচার্যের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারকে মেল করে। তার পরেই বুধবার থেকে একজন এসআই এবং চার জন কনেস্টেবল উপাচার্যের বাড়ির সামনে মোতায়েন করা হয়।

Advertisement