২০২২ সালের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারে পাবলিক প্ল্যাটফর্ম বিভাগে প্ল্যাটিনাম পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুয়ারে সরকার' প্রকল্প। দেশের ৮০০ টি প্রকল্পের মধ্যে এটি সেরা বিবেচিত হয়েছে। এর আগেই কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক আগেই এই পুরস্কার ঘোষণা করেছিল। শনিবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার নেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, অনেকে ব্যঙ্গ করতো দুয়ারে সরকার প্রকল্প নিয়ে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
West Bengal Govt's Duare Sarkar Scheme Bags Digital India Award