Advertisement

VIDEO: “আত্মতুষ্টির কারণেই বিধানসভা ভোটে বিজেপির পরাজয়”: শুভেন্দু

বিধানসভা নির্বাচন (Assembly Election)-এ আশানুরূপ ফল না হওয়ায় দলীয় কর্মীদের একাংশকেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, একুশের খারাপ ফলের জন্য দলীয় কর্মীরাই দায়ী। সেই ভুল শুধরে নেওয়ার বার্তাও দেন তিনি। আজ চণ্ডীপুরে BJP-র এক সাংগঠনিক সভায় এই কথা বলেন তিনি। শুভেন্দুর কথায়, “আপনাদের ঐক্যবদ্ধ (Unite) হতে হবে। আপনারা অনেকেই নিজেদের প্রার্থীর সম্পর্কে খারাপ কথা বলেছেন। অনেকেই আত্মতুষ্টিতে ভুগেছেন।” পাশাপাশি এদিন মুকুল রায় (Mukul Roy)-কে কটাক্ষ করে তিনি বলেন, “মুকুলবাবু এমনিও কোনদিন কোন ভোটে জেতেননি। কৃষ্ণনগর উত্তরের সিট থেকে বিজেপির হয়ে জিতেছিলেন। ওখানে আমাদের মুরালিধর লেনে সহায়কের কাজ করে এমন কাউকে দাঁড় করালেও ৫০ হাজারের বেশি ভোটে জিততো। মুকুলবাবু নিজের ছেলের ব্যবসা বাঁচাতে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন।”

Advertisement