প্রার্থীপদ প্রত্যাখ্যান। মালদার ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থীপদ প্রত্যাখ্যান করলেন ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে সরিয়ে দেওয়া এবং উক্ত দুই ওয়ার্ডে তাঁর মনোনীত প্রার্থী না দেওয়াতেই মূলত প্রার্থীপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে নিজের দলের উপরেই একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, দলের কাছে ক্ষোভের কথা জানাননি তিনি, তাঁর সাথে কথা বলে রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টি জানানো হবে। অন্যদিকে তৃণমূলে কোনও সংগঠন নেই কটাক্ষ বিজেপির।
TMC Candidate List Issue In EnglishBazar