Advertisement

VIDEO: আজবকাণ্ড, নদিয়ায় পুঁই-কুমড়োর মাচাতেই ফলছে আঙুর!

নদীয়ার শান্তিপুরে পুঁই,কুমড়োর মাচাতেই ফলেছে আঙ্গুর। ঘটনাটি নদীয়া শান্তিপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের। নিজাম শেখের স্ত্রী মৌসুমী খাতুন তার বোনের কাছ থেকে গতবছর একটি আঙ্গুর চারা উপহার হিসেবে পান। কিছু না বুঝেই বাড়ির উঠোনে সাধারণভাবেই পুতে দেন। তারপরেই আস্তে আস্তে মূল ফটক থেকে ঘরে ঢোকার পথে মাথার উপর পুঁই কুমড়োর মাচাতে অনেক পরিমানে শাখা-প্রশাখা বিস্তৃত হয় গাছটির। বর্তমানে ফল ধরেছে সেই গাছে। গত বছরে অল্প পরিমাণে হলেও, এ বছর প্রচুর পরিমাণে আঙ্গুর ফলেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, আত্মীয় পরিজনের আমন্ত্রণ পর্ব চলছে । তবে ফল পাকার অপেক্ষায় সকলেই।

Advertisement