scorecardresearch
 
Advertisement

Kai Bhola Fish: দিঘা সমুদ্র থেকে উঠলো ১১০ কেজির কই ভোলা মাছ

Kai Bhola Fish: দিঘা সমুদ্র থেকে উঠলো ১১০ কেজির কই ভোলা মাছ

নিম্নচাপের ফলে অবিরাম বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুরে। দীঘার সমুদ্র এখন উত্তাল। এরই মধ্যে মৎস্যজীবীদের জালে উঠল বিশাল আকৃতির এক মাছ। মঙ্গলবার সকালে দীঘা মোহনায় উঠলো কই ভোলা মাছ। মাছটির ওজন ১১০ কেজি। এই মাছ সাধারণত দেখা যায় না। গভীর সমুদ্রের মাছ বলেই মনে করা হচ্ছে। দীঘা শঙ্করপুর ফিস ট্রেড অ্যাসোসিয়েশনের BCC আড়তে তোলা হয়েছে মাছটিকে। ইতিমধ্যেই মাছটির রেটিং শুরু হয়েছে ওই আড়তে। এই একটি মাছের মূল্য প্রায় ২৫০০০ টাকা। তবে এই মাছ সাধারণত খাওয়ার জন্য নেওয়া হয় না। এই মাছের শরীরে উপস্থিত তেল ও মাছের পটকা থেকে বিভিন্ন ধরনের ঔষধি তৈরি করা হয়। ইতিমধ্যে মাছটিকে সংরক্ষণের প্রক্রিয়াকরন শুরু হয়েছে।

Advertisement