Advertisement

দক্ষিণ দিনাজপুরে একই বাড়িতে ৫ খুন, কী বলছেন পুলিশ দেখুন

রবিবার বাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে সকালে বিষয়টি নজরে আসতে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তপন থানার বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম অনুপ বর্মণ (৩৩), উলুবালা বর্মণ(৬০), মল্লিকা বর্মণ(২৬), বিউটি বর্মণ(১০), স্নিগ্ধা বর্মণ(৬)।

Advertisement