Advertisement

Ganga Aarti At Gangasagar: গঙ্গাসাগরের পুণ্যভূমিতে বারাণসীর ধাঁচে হল গঙ্গাআরতি, দেখুন

পশ্চিমবঙ্গে বারাণসীর ধাঁচে গঙ্গাআরতি শুরুর জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা চলছে। মকরে পুণ্যস্নানের থিকথিকে ভিড়। এহেন পুণ্যভূমি গঙ্গাসাগরে শুক্রবার সন্ধ্যায় হল গঙ্গাআরতি। একেবারে বারাণসীর ধাঁচে চলল আরতি। পুণ্যার্থীদের জয়োধ্বনিতে মুখর হল কপিল মুনির আশীর্বাদধন্য পুণ্যভূমী।

Ganga Aarti At Gangasagar

Advertisement
POST A COMMENT