Advertisement

Gangasagar Mela 2024: প্রবল ঠান্ডা উপেক্ষা করে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান ভক্তদের

প্রবল ঠান্ডা উপেক্ষা করেই আবালবৃদ্ধবনিতা রবিবার মাঝরাত থেকে সাগরে শুরু করেছে পুণ্যস্নান। রবিবার রাত ১২.১৩ মিনিট থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হয়েছে। কিন্তু রাতে সাগরে জোয়ার থাকার কারণে কাউকেই ওই সময়ে সমুদ্রে নামতে দেওয়া হয়নি। সোমবার ভোর তিনটে থেকে শুরু হয়েছে স্নান। আজ রাত বারোটা পর্যন্ত চলবে পূণ্য লগ্ন। যদিও সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল ৯টা ১৩। এদিকে স্নান শুরু হতেই গঙ্গাসাগর মানুষের ঢল। মোক্ষ লাভের আশায় সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দেন সকলে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোক্ষ লাভের আশায় গঙ্গা সাগরে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এবারের গঙ্গাসাগর মেলায় পঁচাত্তর লক্ষের বেশি মানুষের সমাগম হয়েছে বলেই দাবি প্রশাসনের।

Advertisement
POST A COMMENT