Advertisement

Ganga Sagar Mela 2025: ভিড় এড়াতে সংক্রান্তির আগেই স্নান-পুজো ভক্তদের, কড়া নিরাপত্তায় রয়েছে ডগ স্কোয়াড

মঙ্গলবার মকর সংক্রান্তি। ভোর ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময়সীমা। তার আগেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গাসাগরে গিয়েছেন। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন। মহাকুম্ভের কারণে গঙ্গাসাগর মেলায় এবার সাধু-সন্তদের ভিড় কম। তবে পুণ্যার্থীদের ভিড় রয়েছে যথেষ্ট। এই প্রথম গঙ্গাসাগর মেলায় NDRF তরফে নামানো হলো ডগ স্কোয়াড। বস্কো এবং ম্যাক্সি নামের এই দুই কুকুর জলপথ এবং স্থলপথে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে।

Advertisement
POST A COMMENT