Advertisement

Gangasagar Mela 2025: মকর সংক্রান্তিতে জমজমাট গঙ্গাসাগর, পুণ্যস্নান লাখো পুণ্যার্থীর

আজ মঙ্গলবার মকর সংক্রান্তি। সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যকালের সময়সীমা। ভোর থেকেই গঙ্গাসাগরে মকর স্নান করার জন্য ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় আসবেন বলেই মনে করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রচুর সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। এদিন ভোরবেলা থেকেই শুরু হয়েছে পূণ্য স্নান। সূর্য পুজোর মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত পূণ্য অর্জনে ডুব দিচ্ছেন সাগরে।

Advertisement
POST A COMMENT