Advertisement

VIDEO: 'মমতা PM না হলে সমস্যা মিটবে না', ঘাটালে বললেন অভিনেতা দেব

ঘাটালের (Ghatal) বন্যা পরিস্থিতি (Flood) ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক মানুষ ঘরছাড়া। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।  বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতিন পরিদর্শনে যান সেখানকার সাংসদ তথা অভিনেতা দেব (Actor dev)। বুধবার মহাকুমা শাসকের কার্যালয় বৈঠকের পর নৌকোয় করে বেরিয়ে পড়লেন প্লাবিত দের খোঁজখবর নিতে। অনেকেই মনে করেন, ঘাটাল মাস্টার প্ল্য়ান বাস্তবায়িত না হলে এই বন্যা পরিস্থিতির মোকাবিলা করা কার্যত অসম্ভব। সেই দাবি মেনে নিয়ে সাংসদ দেব বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী (PM) না হওয়া পর্যন্ত এই প্ল্যান কার্যকর হবে না।'  

Advertisement