Advertisement

Gold Price Fall: অক্ষয় তৃতীয়ার আগে সুখবর, সোনার দামে পতন, আজকের দাম জানুন

অক্ষয় তৃতীয়ার আগে হু হু করে কমছে সোনার দাম। যে হারে সোনার দাম চড়ছিল দুশ্চিন্তায় পড়েছিলেন ক্রেতা-বিক্রেতারা। তবে আশার খবর এই যে, গত ১৮ দিনে ২,৪০০ টাকা কমেছে সোনার দাম। এপ্রিলে সোনার দামবৃদ্ধিতে নজিরে গড়েছিল। তবে এখন খানিকটা স্বস্তি। ফলে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে ভিড় বাড়বে, এমনই আশা করছেন সোনা বিক্রেতারা। ছোট-বড় সব সোনার দোকানেই ভিড়ের দেখা মিলবে।

Advertisement
POST A COMMENT