scorecardresearch
 
Advertisement

VIDEO: গড় আয় ৫০০ থেকে কমে ১০০ টাকা! ঘুড়ি ব্য়বসায় চরম মন্দা হুগলিতে

VIDEO: গড় আয় ৫০০ থেকে কমে ১০০ টাকা! ঘুড়ি ব্য়বসায় চরম মন্দা হুগলিতে

প্রতিবছর বিশ্বকর্মা পুজোয় (Biswakarma Puja) ঘুড়ি ওড়ানো (Kite Festival) বাঙালির উৎসব বলা যায়। কারণ নীল আকাশের মাঝে পেটকাটি, দেড়তে, চিৎকাটি সহ বিভিন্ন ঘুড়ির পাশাপাশি বিভিন্ন প্রতিক চিহ্নর ঘুড়ি দেখা যায় আকাশে। একদিকে করোনার আতঙ্ক অপরদিকে প্রকৃতি। করোনারকালে অনেকটাই বাজার মন্দা। ঘুড়ি বিক্রেতা থেকে কারিগর সকলেরই মাথায় হাত। কারন বিক্রির হার অনেকটাই কমেছে। ৫০০ টাকা গড়ে আয় হতো আগে। সেই অঙ্কটা দাঁড়িয়েছে ১০০ থেকে ২০০ টাকায়।

Hooghly Kite businessmans has facing financial crisis due to corona virus

Advertisement