Advertisement

Hooghly Murder : তারকেশ্বরের তালপুরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। তারকেশ্বরের তালপুর এলাকার ঘটনা। জানা গেছে মৃতা হোসেনাড়া বেগম চার সন্তানের মা। হোসেনাড়াকে দরজার খিল দিয়ে মাথায় মারে তাঁর স্বামী শেখ ওহাব। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হোসেনাড়াকে মৃত বলে ঘোষণা করে। এদিকে স্ত্রীকে খুন করে তারকেশ্বর থানায় আত্মসমর্পন করেন তাঁর স্বামী। পুলিশের প্রাথমিক অনুমান সাংসারিক অশান্তির জন্যই এই ঘটনা।

Husband surrenders to police after killing his wife at Tarkeshwar

Advertisement