Advertisement

VIDEO: নদী চুরি! জমি মাফিয়াদের দখলে রবি ঠাকুরের প্রিয় কোপাই

যৌবন হারিয়েছে একসময়ের খরস্রোতা কোপাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজ্যের কোপাই নদীর মতোই হারিয়ে যাচ্ছে একাধিক নদী। প্রয়োজনীয় সংস্কার না করায় তলদেশ ও দুই পাড় ভরাট হয়ে গভীরতা কমে নদী মরা খালে পরিণত হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় মজে আসছে নদী। বর্ষার সময়টুকু বাদ দিয়ে বছরের অন্যান্য সময় নদীবক্ষে চলছে ব্যাপক চাষাবাদ । আর জমি মাফিয়াদের হাতে চলছে নদী দখলের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, নদীবক্ষে পিলার পুতে প্লট করে করে বিক্রী করে দেওয়া হচ্ছে জমি বলে। অবিলম্বে এই কাজ বন্ধে পরিবেশপ্রেমী সংগঠনগুলি প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।

Advertisement