বাড়ির সামনে নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সোমবার, 13 নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে যাওয়ার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় বামনগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করকে। তাঁর বয়স হয়েছিল 43 বছর। তিনি আবার বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি।মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর আবার ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান। রবিবার, সকালে গুপলির শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তার্ত অবস্থায় সাইফুদ্দিন মোল্লাকে উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা। এদিকে ঘটনার পর দুজন পালিয়ে যেতে গেলে তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এরপর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়।
Jaynagar TMC Leader Murder