আবারও মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কসবাকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়ের নিন্দা করেছিল তৃণমূল। সেটাই এক্স হ্যান্ডেলে শেয়ার করে মহুয়া লিখেছিলেন,'আমাদের দলে নারীবিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হয় না'। সকালে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে পাল্টা দিলেন কল্যাণ। বলেন,'উনি বলছেন, আমি নারীবিরোধী! ৪০ বছরের সংসার ভেঙেছেন। তারপর ৬৫ বছরের লোককে বিয়ে করেছেন। দেশের মহিলারা বুঝুন, কে নারীবিদ্বেষী!'