Advertisement

Kharagpur Bus Fire: খড়গপুরে জাতীয় সড়কে আচমকা আগুন বাসে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশুর, জখম বহু

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কাছে যাত্রীবাহী বাসে আগুন। অগ্নিদগ্ধ এক শিশু৷ আহত আরও ৯ জন যাত্রী৷ শুক্রবার রাতে কলকাতা থেকে ওড়িশার পারাদ্বীপ যাচ্ছিল এই লাক্সারি বাসটি। শুক্রবার রাত সাড়ে ৮টা-৯টা নাগাদ চলন্ত বাসেই হঠাৎ দাউ-দাউ করে আগুন জ্বলে ওঠে। পুলিশ সূত্রে খবর, বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। খড়্গপুরের কাছে মাধপুরে হঠাৎ বাসের সামনের অংশ থেকে ধোঁয়া আসতে শুরু করে। অল্প সময়েই বাসের ভিতরে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ঘটনার আকষ্মিকতায় বাস থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের ২টি ইঞ্জিন ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা৷

Advertisement
POST A COMMENT