পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ কুড়মি সমাজের লোকেরা বুধবার দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দরজা ভেঙে ঢুকে পড়ে প্রায় শতাধিক কুড়মি সমাজের লোক। দিলীপ ঘোষের বাংলোতে ভাঙচুর চালায় তারা। তাদের দাবি, নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন তীব্র হবে। কুড়মি নেতা অজিত মাহাতোর নেতৃত্বে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করা হয়। এরপর অজিত মাহাতো জানায় সমস্ত থানাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।