Advertisement

Ladies Special Bus: শুধুমাত্র মহিলাদের জন্য চালু হল 'লেডিজ স্পেশাল বাস', কোন রুটে চলবে?

হাওড়া থেকে চালু হল লেডিজ স্পেশাল বাস। মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়বে লেডিজ স্পেশাল বাস। রোজ সকাল সাড়ে নটায় হাওড়া থেকে এই বাস চলবে বালিগঞ্জ পর্যন্ত। বাসটি পার্ক স্ট্রিট , এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে । এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা । হাওড়া থেকে আপাতত একটি বাস চালু হয়েছে। পরবর্তী কালে যাত্রীদের সংখ্যা বুঝে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিকাল সাড়ে পাঁচটায় আবার বালিগঞ্জ থেকে হাওড়ার দিকে যাবে বাসটি । মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি যাত্রীরা ।

Advertisement
POST A COMMENT