scorecardresearch
 
Advertisement

Weather Forecast Today: ৪ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, ঝড় হবে ?

Weather Forecast Today: ৪ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, ঝড় হবে ?

১ থেকে ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে। ৩ তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়া একটু বেশি চলবে, কোনও কোনও জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫ তারিখের পর ঝোড়ো হওয়া কিছুটা কমবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রভাবটা কিছুটা বেশি থাকবে। বেশ কিছু জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং ২ তারিখ কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৪ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। এবং আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণ আন্দামান সাগরে ৪ তারিখ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ৬ তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীকালে এটি শক্তি বাড়াতে পারে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। 

Latest Weather Report Of Bengal

Advertisement