Advertisement

VIDEO: “দেবাঞ্জনের অবস্থা সারদাকাণ্ডের সুদীপ্ত সেনের মতো”, কটাক্ষ লকেটের

রাজ্যপালের সঙ্গে ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডের মূল পান্ডা দেবাঞ্জন দেবের সিকিউরিটি গার্ডের ছবির ব্যাপারে মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন গভর্নরের সিকিউরিটি দেখার কাজ রাজ্য সরকারের। রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জন দেবে সিকিউরিটির ছবি কান্ডে সম্পূর্ণরূপে রাজ্য সরকারই দায়ী। বিজেপি সাংসদ আরও অভিযোগ করেন এখন ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের অবস্থা সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের মতো। তৃণমূল সরকার চুনোপুটিকে ধরে প্রভাবশালী নেতা মন্ত্রীদের আড়াল করতে চাইছে। পাশাপাশি গতকাল বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোলে রাজ্যপালের নিজের ভাষণ শেষ না করে বেরিয়ে যাওয়ার ব্যাপারে লকেট চট্টোপাধ্যায় বলেন-বিজেপি বিধায়করা বিধানসভায় যা করেছেন বেশ করেছেন। আর আগামীদিনেও ওনারা এটা করবেন যতক্ষণ না সাধারণ মানুষের কথা সরকার কানে দেয় এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হয়। পাশাপাশি এদিন রাজ্যে বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন লকেট চট্টোপাধ্যায়।

Advertisement