Advertisement

Mamata Banerjee-Sabujj Sathi Cycle: সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্যায় শুরু, পড়ুয়াদের দেওয়া হবে সাইকেল, ঘোষণা মমতার

সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্যায় শুরু। এবার ১ লাখ ৩০ হাজার সাইকেল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, ১ লাখ ৩০ হাজার সাইকেল দেওয়া হবে। সবুজ সাথী প্রকল্পের অষ্টম পর্যায়ে এই সাইকেল বিতরণ করা হবে। সাগরদিঘির সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী জানান, সবুজ সাথী সাইকেল দেওয়ার অষ্টম পর্যায় শুরু হল। সাগরদিঘির সভা থেকে ৫ হাজার ও মুর্শিদাবাদ জেলায় ৩০ হাজার সাইকেল দেওয়া হচ্ছে। জেলায় মোট ১ লাখ ৩০ হাজার ছাত্র-ছাত্রী সাইকেল পাবে। 

Mamata banerjee announced Eighth phase of Sabuj Sathi project begins

Advertisement
POST A COMMENT