আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তারই প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। শাসক-বিরোধী দুই যুযুধান শিবির আক্রমণ- প্রতিআক্রমণ করতে আসরে নেমে পড়েছে। এর মধ্যেই বিরাট অভিযোগ সামনে এল। কী সেই অভিযোগ? মুখ্যমন্ত্রী হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন! আর এই অভিযোগ করেছেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার দাবি করে বলেন, "ভোট আসছে দেখে মুখ্যমন্ত্রী হিন্দু ভাষাভাষীদের ভোটার লিস্ট থেকে নাম কাটার উদ্যোগ শুরু করে দিয়েছেন। আসল টার্গেট যারা নন-বেঙ্গলি হিন্দু বসবাসকারী। বহু মানুষ রয়েছে শিলিগুড়ি, হুগলি, হাওড়া, শ্রীরামপুর সহ বেশ কিছু এলাকায়। যারা বাঙালি হিন্দু নন কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের বিহারি তকমা দিয়ে উত্তরপ্রদেশের তকমা দিয়ে তাদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত মুখ্যমন্ত্রী করছেন।"