বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'নেপাল কোশী নদীর জল ছেড়ে দিয়েছে। সেটা বিহার হয়ে আমাদের কাছে আসছে। এর ফলে মালদা ও মুর্শিদাবাদে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।' তিনি জানান, 'গতকাল রাত থেকে বন্যার সম্ভাবনা আছে, এমন এলাকাগুলির মূল্যায়ন শুরু করেছি।' শুধু তাই নয়, এদিন আরও একবার বন্যা পরিস্থিতি নিয়ে ফারাক্কার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ফারাক্কায় গঙ্গার অপর্যাপ্ত ড্রেজিংয়ের কারণে উত্তরবঙ্গ প্লাবিত হয়েছে।' বন্যা পরিস্থিতিতে রাজ্যকে কেন্দ্র কোনও আলাদা তহবিল দিচ্ছে না বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।