মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিনের মৃত্যু সংবাদ শুনে আশঙ্কায় শালবনির মাম্পি সিং। রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়া প্রসূতির তালিকায় ছিলেন তিনিও। এদিন কাঁদতে কাঁদতে মাম্পি বলেন, ‘আমার জীবনেরও তো কোন গ্যারান্টি নেই! ডাক্তারবাবুরা সুস্থ বলে বাড়ি ছেড়ে দিয়েছে। কিন্তু, এক-দু’বছর পরে যে আবার সমস্যা হবে না, তার কোনও ভরসা পাচ্ছি না। আগের মতো পরিশ্রম করা তো দূরের কথা, হাঁটতে-চলতে গেলেও দুর্বল লাগে। একটু কাজ করার চেষ্টা করলেই হাঁপিয়ে যাই। আগের মতো কি আর কোনদিন সুস্থ হতে পারব আমি?’