পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রেলওয়ে স্টেশনে রবিবার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ফুটব্রিজ ও প্ল্যাটফর্মের প্রশস্তি করণের উদ্বোধন করা হয়। রেলওয়ের পক্ষ থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় দিলীপ ঘোষ ও জুন মালিয়াকে। উদ্বোধনের সময় উপস্থিত ছিল দুই পক্ষের অনুগামীরা। দুই পক্ষই তাদের দলীয় স্লোগান দিতে থাকে। এই অনুষ্ঠানে এক মঞ্চে বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ককে দেখতে পাওয়ার ছবি রাজ্যে বিরল। দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্র সরকারের যেকোনও কর্মসূচিতে স্থানীয় দলের প্রতিনিধিকে ডাকেন, রাজ্য সরকারের এটা দেখে শেখা উচিত। এই সৌজন্যতা রাজ্য সরকারেরও দেখান উচিত'।
Dilip Ghosh and June Malia together at the inauguration of Railway Footbridge in Medinipur