Advertisement

Monalisa Das- Partha Chatterjee: শিরোনামে পার্থ 'ঘনিষ্ঠ' আরও এক মহিলা! কে মোনালিসা? জানুন...

শনিবার সকালে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন আটক করা হয় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলে পরিচিত আরও একজন মহিলার সন্ধান মিলল। সেখানেই উঠে আসছে মোনালিসা দাসের নাম। কে এই মোনালিসা? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? রইল সমস্ত তথ্য।

who is Monalisa Das, professor Kazi Nazrul University

Advertisement
POST A COMMENT