স্বামী নাকি অকর্মণ্য। এই অভিযোগে দুধের শিশুকে আত্মীয়ার বাড়িতে ফেলে পালালেন বছর ত্রিশের এক গবধূ। ঘটনাটি ঘটেছে , রামপুরহাট শহরের একটি চামড়ার গুদাম লাগোয়া বাড়ি থেকে। বর্তমানে শিশুটি রয়েছে তার বাবার হেফাজতে। মা এখনও নিখোঁজ,পরিবারের ঘুম উড়েছে চিন্তায়।
Mother abandons infant at relative's home accusing husband of idleness