scorecardresearch
 

Abhishek Banerjee: “আমি বাজার গরম করা নেতা নই, মানহানির মামলা করুন”, হিরণকে পাল্টা অভিষেকের

Abhishek Banerjee: “আমি বাজার গরম করা নেতা নই, মানহানির মামলা করুন”, হিরণকে পাল্টা অভিষেকের

“আমি বাজার গরম করা নেতা নই, আমি হিরণ চট্টোপাধ্যায়কে অনুরোধ করব যদি তাঁর ছবি বিকৃত হয়ে থাকে তবে মানহানির মামলা করুন” হিরনের ছবি বিকৃত করার অভিযোগ প্রসঙ্গে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অমর্ত্য সেন প্রসঙ্গে অভিষেক বলেছেন, "অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে। গায়ে জ্বালা কারণ অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। সেই জন্যই দেড় একর জমি, সোয়া একর হয়ে গিয়েছে। এটা লজ্জাজনক। কিছু বহুরূপী রয়েছে পদবীতে হয়তো বাঙালি, দিলীপ ঘোষের মত। এরা বাংলার লজ্জা। দিল্লির কথায় ধমকে-চমকে আক্রমণ করে কোনও লাভ হবে না। বাংলার মানুষ জবাব দেবে।”