দুর্নীতির আখড়া হয়ে উঠেছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের কিচেন। কিচেনে বর্তমানে কর্মরত রয়েছেন 7 জন। কিন্তু প্রায় আট বছর ধরে অস্থায়ী পদে 13 জনের নামে বেতন তোলা হচ্ছে ভুয়ো অ্যাটেনডেন্ট দেখিয়ে। শুধু তাই নয়, যে 7 জন কাজ করেন তাঁরা নিয়মিত বেতন পান না বলেও অভিযোগ তুলেছেন। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রমের পর ন্যায্য বেতন না পেয়ে গর্জে উঠেছেন ওই 7 জন। অভিযোগ জানিয়েছেন, হাসপাতাল সুপার থেকে শুরু করে মহকুমা শাসক, জেলা স্বাস্থ্য ভবন, রাজ্য স্বাস্থ্য দপ্তরে। অভিযোগের ভিত্তিতে অবশেষে তদন্ত শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ।
Murshidabad Domkal hospital Job Scam.