Advertisement

Kandi Firearms Rescue: আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেফতার ৫, মুর্শিদাবাদে বড় চক্রের খোঁজ পুলিশের

মুর্শিদাবাদের কান্দিতে চারটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের পুলিশ দিয়েছিল আদালত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই চারটি আগ্নেয়াস্ত্র ও ৬টি কার্তুজ-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। কান্দির এসডিপিও শাসরেক আম্বেরদর জানিয়েছেন,গত ১ মে রাতে কান্দি থানার অন্তর্গত চরকতলা মাঠ এলাকায় ফাঁকা জায়গায় গুলি চলে। সেই গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করে কান্দি থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করে গত ৩রা মে মোট পাঁচজনকে গ্রেফতার করে।

Advertisement
POST A COMMENT