১১ এবং ১২ এপ্রিল ওয়াকফ প্রতিবাদের নামে জ্বলেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বেছে বেছে জ্বালানো হয়েছে অমুসলিমদের বাড়ি। ১২ এপ্রিল জাফনাবাদে দরজা ভেঙে কোপানে হয়েছে বাবা-ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। গোটা ঘটনায় শাসক দলের বিরুদ্ধে উঠেছে তোষণের অভিযোগ। পুলিশের ভূমিকাও কাঠগড়ায়। ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে? দেখুন ফাইনাল গ্রাউন্ড রিপোর্ট।
Violence erupted in Murshidabad West Bengal on 11 and 12th April 2025. Primarily It was protest against the Waqf (Amendment) Act, 2025. That protest turned violent. Police Vehicles were damaged and burnt, Attacked on hindus houses, shops and temples. on 12th April Haragovinda Das and Chandas Das were murdered in da light. Watch in-depth coverage of the whole incident.